ব্যস্ত সময়ে যখন একটু অবসর পাই তখন মনে হয় কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। কবিগুরুর মতো মনে মনে নয়। সত্যি সত্যি। এখানকার দর্শনীয় স্হানের মধ্যে রয়েছে ন্যাচারাল ট্রেইল, ঘন সবুজ বন, পার্ক আর নদী।
Saturday, April 10, 2010
Thursday, April 1, 2010
শুরু হলো পটোম্যাকের তীর থেকে শব্দের বুনন
নদীর তীর দিয়ে সীগাল উড়ে যায়। বন্য হাঁসগুলো ভাসতে ভাসতে অলস সময় কাটায়। তার মাঝে মনে পড়ে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের কোন এক নদীতে ভাসমান এক পানকৌড়ির কথা। ভাবি, নিজেও যেন একটা পানকৌড়ি হয়ে গেছি।
Subscribe to:
Posts (Atom)