ব্যস্ত সময়ে যখন একটু অবসর পাই তখন মনে হয় কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। কবিগুরুর মতো মনে মনে নয়। সত্যি সত্যি। এখানকার দর্শনীয় স্হানের মধ্যে রয়েছে ন্যাচারাল ট্রেইল, ঘন সবুজ বন, পার্ক আর নদী।
তার মাঝে আমি শুনতে থাকি সাদী মুহম্মদের গাওয়া কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা